কৈলাশহরঃ চব্বিশ মে বুধবার ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলা কমিটির কার্যকারিনী বৈঠক অনুস্টিত হয় কৈলাসহরের গৌরনগর এলাকার কমিউনিটি হলঘরে। এই কার্যকারিনী বৈঠকের মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ, ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায়, ৫০-পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস, ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস। বেলা সাড়ে এগারোটায় বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ কমিউনিটি হলঘরের বাইরে দলীয় পতাকা উত্তোলন করেন। কমিউনিটি হলঘরের ভিতরে কার্যকারিনীর বৈঠক শুরুর পূর্বে মঞ্চে উপস্থিত জেলা সভাপতি সহ চার অতিথি একসাথে মিলে প্রদীপ প্রজ্জ্বলন করে মাতৃবন্দনা গেয়ে বৈঠকের কাজ শুরু হয়। বৈঠকে ঊনকোটি জেলার অধীনে পেচারতল, পাবিয়াছড়া, ফটিকরায়, চন্ডীপুর এবং কৈলাসহর সহ এই পাঁচটি বিধানসভা কেন্দ্রের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, নিতিশ দে, ঊনকোটি জেলা পরিসদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুন সাহা, দীপংকর গোস্বামী,