উদয়পুরঃ কাউকে সরকারী চাকরী, কাউকে অটোর পারমিট, কাউকে আবার অন্য সরকারী সুবিধা পাইয়ে দেবার নাম করে দেড় কোটি টাকার উপর হাতিয়ে নিয়েছেন এক বিজেপি নেত্রী। বিজেপি নেত্রীর এতবড় কেলেঙ্কারিতে গোটা উদয়পুরে গুঞ্জন। রবিবার সন্ধ্যায় উদয়পুর সোনামুড়া চৌমুহনী এলাকার বেশ কয়েকজন মহিলা থানার দ্বারস্ত হয়ে নারী নেত্রীর কেলঙ্কারি ফাস করে। কারো কাছ থেকে সরকারী চাকরী দেবার নাম করে লক্ষাধিক টাকা আবার কারো কাছ থেকে অটো পারমিটের নাম করে কয়েক লক্ষ টাকা করে এলাকার বহু পরিবার থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই বিজেপি নেত্রী। থানায় মামলা করতে আসলে একটা সময় নেত্রী কুলসুম বিবির নামে মামলা নিতে নিতে হাপিয়ে উঠে পুলিশ । পরে কুলসুম বিবিকে না পেয়ে তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।