বিশালগড়ঃ বর্ষার আগেই জল নিষ্কাশনি ব্যবস্থা খতিয়ে দেখতে মাঠে নেমে পরেছেন বিধায়ক। নদীর নাব্যতা বৃদ্ধির পাশাপাশি পুর এলাকার ড্রেইনগুলিকে সাড়াইয়ের কাজে নেমেছেন বিধায়ক নিজে। বিশালগড় পুর এলাকার বিভিন্ন ড্রেইনগুলি সংস্কারের অভাবে ধুকছে দীর্ঘ দিন ধরে। এর মধ্যে বিশালগড়ের নারিমঙ্গল থেকে বিশালগড় হাসপাতাল সংলগ্ন ব্রিজ পর্যন্ত রাস্তার উভয় পাশের ড্রেইনের বেহাল অবস্থা আজ দীর্ঘদিন ধরে। স্থানীয় কাউনসিলার সহ পুর পরিষদের ভুমিকায় ক্ষোভ ছিল স্থানীয়দের মধ্যে। অবশেষে সেই সমস্যার কথা জানতে পেরে শুক্রবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে আসেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। সাথে ছিলেন বিশালগড় পুর পরিষদের কাউন্সিলার অনুরাগ চক্রবর্তী এবং পুর্ত দপ্তরের আধিকারিক। ড্রেইনটি পরিদর্শন করে সঙ্গে সঙ্গেই সংস্কারের উদ্যোগ গ্রহন করেন বিধায়ক। অতি শীঘ্রই ড্রেইন নির্মানের কাজ ধরে এলাকার জল নিষ্কাশনি ব্যবস্থা সুগম করা হবে বলে জানান বিধায়ক। তার সাথে ব্রীজ সংলগ্ন খালটি পরিষ্কার ও সংস্কারের নির্দেশ দিয়েছেন বিধায়ক।