Home BREAKING NEWS 2000 Rupee Note : বাতিল দুই হাজার টাকার নোট

2000 Rupee Note : বাতিল দুই হাজার টাকার নোট

by News On Time Tripura
0 comment

দিল্লিঃ আবার নোট বাতিল! এ বার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আরবিআই। অবিলম্বে ২ হাজার টাকার নোট ব্যবহার বন্ধ করতে ব্যাঙ্কগুলিকে পরামর্শ দিয়েছে আরবিআই। কারো কাছে ২ হাজার টাকার নোট থাকলে, তা ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে। ২০১৬ সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদীর সরকার। সে বার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। যা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিপাকে পড়েছিলেন বহু মানুষ। এই নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। আর সেই নোটবন্দির পর মোদী সরকার প্রথম বারের মত দেশে দুই হাজার টাকার নোট জারি করে। ৭ বছরের মাথায় এ বার সেই ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হচ্ছে। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার টাকার নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলির জোগান যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই ২০১৮-১৯ সাল থেকে ২ হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এখন তা সম্পুর্নভাবে তুলে নেওয়া হচ্ছে।

You may also like