পানিসাগরঃ না বন্ধ হচ্ছে না নাশকতার আগুন। হিংসা বিদ্বেষের আগুনে এখনো জল পরা বাকি। আবারো নাশকতার আগুন এক বাঁশ বাগানে। ২০ এপ্রিল সন্ধ্যা সাতটায় উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পদ্মবিল নতুন বাজার সংলগ্ন পাঁচ নং ওয়ার্ডে নাশকতার আগুনে ভস্মীভূত হয় একটি বাঁশ বাগান । বাগানে আগুন লাগার খবর পেয়ে বাগান মালিক রুপ কুমার নাথ এর ছেলে রাহুল নাথ তড়িঘড়ি বাগানে পৌছায় এবং আগুনের ভয়াবহতা দেখে তড়িঘড়ি খবর দেয় পানিসাগর থানায় ।পানিসাগর পুলিশের সহায়তায় পানিসাগর ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ঘটনা স্হলে পৌছায় এবং আগুন নিয়ন্ত্রণ আনে। তবে আগুনের লেলিহান শিখা বাশ বাগান সহ আশপাশ জঙ্গল পুড়ে ছাই হলেও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় অল্পেতে রক্ষা পায় একই মালিকের পাশ্ববর্তী আরেকটি রাবার বাগান। তবে আগুনের ঘটনা নিয়ে দ্বন্দে পুলিশ। আদৌ কি ইহা নাশকতামূলক কাজ নাকি দূর্ঘটনা তদন্ত করছে পানিসাগর থানার পুলিশ।