বিলোনিয়াঃ বছরের শেষ দিনে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে চড়ক মেলা। প্রায় একপক্ষ কাল ধরে গাজন নৃত্যের পর প্রথা অনুযায়ী বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে এই চড়ক মেলা অনুষ্ঠিত হয়। শতবর্ষ প্রাচীন বিলোনিয়ার ঐতিহ্যবাহী চড়ক মেলাটি অনুষ্ঠিত হয় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কালিনগরে। প্রচন্ড গরমের মধ্যেও এই চড়ক মেলাতে হাজার হাজার লোকের সমাগম ঘটে আজ।
তবে আক্ষেপের বিষয় সবার গলায় ফুটে উঠে আগে এই মেলায় দু’দেশের মানুষ একাকার হয়ে আনন্দ উপভোগ করত। বর্তমানে সীমান্তে তার কাটার বেড়া দানের ফলে বাংলাদেশের মানুষজন এই মেলায় আসতে পারে না। তবে বর্তমান প্রযুক্তির যুগে চড়ক মেলা এবং গাজন নিত্য যে অনেকটা জৌলুস হারিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবুও উদ্যোক্তাদের পক্ষ থেকে আগামী দিনে বিষয়টা গুরুত্বসহকারে দেখার আকাঙ্ক্ষা রয়েছে বলে জানান উদ্যোক্তারা।