গন্ডাছড়াঃ
বহু তল্লাশির পর পবশেষে নদীর জলে তলিয়ে যাওয়া দুই শিশুর নিথর দেহ উদ্ধার। শনিবার রাত পর্যন্ত দমকল কর্মীরা বিফল হয়। পরে রবিবার এনডিআরএফ এর টিম নামে উদ্ধার কার্যে। কিছুক্ষনের তল্লাশির পরই উদ্ধার হয় দুই শিশুর নিথর দেহ।
গন্ডাছড়া মহকুমার অন্তর্গত নতুন বৃষকেতু পাড়ার ১২ বছরের শান্তি মালা চাকমা পিতা, বক্রসেন চাকমা। এবং মাত্র ৭ বছরের সীমা চাকমা(৭) পিতা, লক্ষী বিকাশ চাকমা শনিবার দুপুরে খাবারের জোগানের জন্য শাকসবজি খোঁজার খুঁজার উদ্দেশ্যে সরমা নদীর ওপারে চলে যায়। বালতি ভর্তি সবজি নিয়ে বাড়ি ফেরার পথে নদী পাড় করতে গিয়ে দুজনই নদীতে তলিয়ে যায়। রবিবার দুটি শিশুর নিথর দেহ যেন নিথর করে যায় গোটা গ্রামকে।