Home ত্রিপুরা পৌর পরিষদ ও স্কুল কমিটিকে উপেক্ষা করে বিবিআই মাঠে ক্রিকেট পিচ বানানোতে জনমনে চরম ক্ষোভ।

পৌর পরিষদ ও স্কুল কমিটিকে উপেক্ষা করে বিবিআই মাঠে ক্রিকেট পিচ বানানোতে জনমনে চরম ক্ষোভ।

by News On Time Tripura
0 comment

পৌর পরিষদ ও স্কুল কমিটিকে উপেক্ষা করে বিবিআই মাঠে ক্রিকেট পিচ বানানোতে জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের বিবিআই স্কুলে। জানা গেছে,বিবিআই স্কুলের মাঠটি ফুটবল এবং অ্যাথলেটিকের জন্য ব্যবহৃত হয়। ক্রিকেটের জন্য কলেজ সংলগ্ন এলাকায় নির্দিষ্ট স্টেডিয়াম রয়েছে। প্রতিদিন বিকেলে কচিকাঁচারা এসে খেলাধুলা করে। হঠাৎ করে শহরের মাঝখানে ফুটবল মাঠকে ক্রিকেট মাঠ বানানোর পরিকল্পনা গ্রহণ করেন উত্তর জেলা শাসক নাগেশ কুমার বি।গত ৩০ মার্চ বিবিআই স্কুলের প্রিন্সিপাল রঞ্জু শর্মাকে ফোন মারফত জেলা শাসক ক্রিকেট পিচ বানানোর পরিকল্পনা জানান। তখন প্রিন্সিপাল জানান, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন ও এস এম সি কমিটি ঠিক করবে এখানে ক্রিকেট পিচ বানানো যাবে কিনা। জেলাশাসক তাঁকে বলেন তাঁর কি কোন অসুবিধা আছে কি না। প্রিন্সিপাল জানান, কোনভাবেই সবার অসম্মতিক্রমে ক্রিকেট পিচ বানানো সম্ভব হবে না। তিনি তারপর পুরো পরিষদের চেয়ারপার্সন ও এসএমসি কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করেন এবং প্রত্যেকেই ক্রিকেট পিচ বানানোর বিরুদ্ধে সহমত পোষণ করেন। সেই কথাও চিঠি মারফত প্রিন্সিপাল জেলা শাসককে জানান।কিন্তু কারোর কথাকে কর্ণপাত না করে জেলাশাসক ক্ষমতার অপপ্রয়োগ করে চিঠির কোন উত্তর না দিয়ে মর্জি মাফিক ফুটবল মাঠকে ক্রিকেটের পিচ বানিয়ে চলেছেন। একদিকে যেমন প্রতিদিন বিকেলে দৌড়াদৌড়ি করতে আসা কচিকাঁচারা ও তাদের সাথে আসা অভিভাবকরা নিরাশ হয়ে বাড়ি ফিরছেন অনুরূপ জেলা শাসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন শহরের অধিকাংশ অভিভাবক মহল।ক্ষমতার চূড়ান্ত অব্যবহারে বিস্মিত ধর্মনগরবাসী।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato