বিশালগড়ঃ
গোমতি জেলার পর এবার ডুকলি ব্লক। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দিকে দিকে শুরু হয়ে গেছে অনাস্থা। দলে থেকেও দল বিরোধী কাজে লিপ্ত ছিলেন একাধিক পদাধিকারী শাসক দলীয় জন প্রতিনিধি। একদিকে দলবাজি আবার অন্যদিকে পরিবর্তনের আশঙ্কা , আর সেই কারনেই শাসক দলেরই অনেক নেতা কর্মীরা পা এগিয়ে রেখেছিলেন বিরোধী শিবিরে। আর ক্ষমতায় ফিরে সেই বিভিষনদের চিহ্নিত করছে বিজেপি। গোমতি জেলার জেলা সভাধিপতির পর এবার অনাস্থা এল ডুকলি ব্লক চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও ফলাফলের পরই ব্লক চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে আবার পদে যোগদান করে একপ্রস্থ নাটক মঞ্চস্থ করেছেন অজয় কুমার দাস। তবে তার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল শনিবার। শনিবার দুপুর নাগাদ ডুকলি সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাস্র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে অন্যান্য সদস্যরা। অনাস্থা জমা দেওয়ার সময় দেখা গেছে সুর্যমনিনগর বিজেপি মন্ডল সভাপতি মান্তু দেবনাথকেও। অভিযোগ নির্বাচনের পুর্বে স্থানিয় বিধায়ক রামপ্রসাদ পালের বিরুদ্ধে কাজ করেছেন অজয় দাস। শুধু তাই নয় সুর্যমনিনগর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছাও ছিল তার। আর ২য় বারের মত নির্বাচিত হয়ে আসার পর এবার রামপ্রসাদ পালের ক্ষোভের মুখে পরতে হল অজয় কুমার দাসকে।