চুরাইবাড়ি:- ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরতেই উত্তর জেলার চুরাইবাড়িতে রাজনৈতিক সন্ত্রাস দেখা দেয়।এব্যাপারে বিজেপির মন্ডল নেতৃত্বরা দুঃখ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য তারা হিংসার রাজনীতি পছন্দ করেন না।কিন্তু তা সত্বেও বিজেপি আশ্রিত জনাকয়েক দুষ্কৃতিকারী সিপিএম সমর্থকদের দোকানপাট,বাইক ও টুকটুক এইসবের উপর ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বলে বামগ্রেসের অভিযোগ। ফলে বামগ্ৰেস জোটের নেতৃত্ব এবং বিধায়ক ইসলাম উদ্দিন শনিবার চুরাইবাড়ি বাজারে জড়ো হয়ে প্রথমে জেলা পুলিশ সুপার এবং নর্দান ডিআইজির সঙ্গে দেখা করেন এক প্রতিনিধি দল। তারপর পুলিশ সুপার কিরণ কুমার কে এবং নর্দান ডিআইজি মানচক ইপ্পার সহ বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে শান্তির বার্তা এলাকায় পৌঁছে দিতে লংমার্চ করে চুরাইবাড়ি বাজারে এসে বামগ্রেস জোটের নেতৃত্বদের সঙ্গে কথা বলেন। তখন বিধায়ক শান্তি বজায় রাখার পক্ষে এক লিখিত ডেপুটেশন তুলে দেন নর্দান ডিআইজির হাতে। সাংবাদিকদের সাক্ষাৎকারে নর্দান ডিআইজি বলেন, এলাকায় রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করে শান্তি বজায় রাখতে জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় রয়েছে। তাছাড়াও একিকান্ডে জড়িতদের চিহ্নিত করে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। তাঁর এই বার্তায় স্বস্তির নিশ্বাস পায় বামগ্রেস শিবিরও।