বিশালগড়ঃ সাত সকালে যান দুর্ঘটনায় শিশু সহ ৫ জন গুরুতর আহত। ঘটনা মঙ্গলবার সকালে বিশালগড় বাইপাস সড়কের লকডাউন বাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে TR01AM0408 নম্বরের একটি ইকো গাড়ি আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে বিশালগড় বাইপাসের লকডাউন চৌমুহনীতে দ্রুত গতিতে বাক নিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে উল্টে পরে যায়। বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আহতদের গাড়ি থেকে উদ্ধার করে হাসপাতলে পাঠায়। এতে আহত হয় শিশু সহ মনোরঞ্জন চক্রবর্তীর পরিবারের ৫ জন সদস্য। এই দুর্ঘটনায় অল্পেতে প্রাণে বাঁচলো এই পরিবারটি। আহতরা বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।