Home BREAKING NEWS Shiv Sena Party – নাম ও নিশানের পর কি এ বার শিবসেনা ভবন হাতছাড়া হচ্ছে উদ্ধভ ঠাকরের ?

Shiv Sena Party – নাম ও নিশানের পর কি এ বার শিবসেনা ভবন হাতছাড়া হচ্ছে উদ্ধভ ঠাকরের ?

by News On Time Tripura
0 comment

মুম্বইঃ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ আগেই খুইয়েছিলেন। এর পর গত কয়েক দিনে আরও ‘রক্তক্ষরণ’ হয়েছে উদ্ধব ঠাকরে শিবিরের। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে শিবসেনার নাম ও নিশান খোওয়ানোর পর শিবসেনার লোকসভা এবং রাজ্যসভা সাংসদদের জন্য বরাদ্দ ঘরটিরও দখল হারিয়েছে উদ্ধব গোষ্ঠী। নাম এবং প্রতীকের মতো এই সংসদ কক্ষেরও দখল গিয়েছে শিন্ডেগোষ্ঠীর কাছে। এই আবহেই প্রশ্ন উঠছে তা হলে কি এ বার শিবসেনার যাবতীয় সম্পত্তি ও তহবিলও উদ্ধবের কাছ থেকে নিয়ে কুক্ষিগত করবেন একনাথ শিন্ডে?

প্রয়াত বালাসাহেব ঠাকরে প্রতিষ্ঠিত দলের ‘পক্ষ প্রমুখ’ (মুখ্য নেতা) পদ পেয়েছেন একনাথ শিন্ডে। তিনিই এখন শিবসেনার ‘প্রকৃত মুখ’। তাঁর দাবি তিনিই দলের প্রকৃত উত্তরাধিকারী। সেই জন্যই অধিকার দখলের দাবি নিয়ে নেমে উদ্ধবের কাছ থেকে মুখ্যমন্ত্রীর পদ এক প্রকার ছিনিয়ে নিয়ে একে একে দলের নাম এবং নির্বাচনী প্রতীক ‘তির-ধনুক’ ব্যবহারের অধিকার থেকে শুরু করে মুখ্য নেতা সবই পেয়েছেন শিন্ডে। তাই মনে করা হচ্ছে শীঘ্রই দলের সব সম্পত্তি এবং তহবিলের অধিকারও নিজের হাতের মুঠোয় আনার চেষ্টা করবেন তিনি। আর তা রক্ষা করার জন্য আবার লড়াইয়ে নামতে হবে বালাসাহেবের পুত্র উদ্ধবকে। সূত্রের খবর, উদ্ধবকে আরও শক্ত ‘নাগপাশে’ জড়িয়ে ফেলতে শীঘ্রই মুখ্যমন্ত্রীর শিন্ডের দফতরে আইনি এবং আর্থিক পরামর্শ শুরু হতে চলেছে। যদিও উদ্ধবের দাবি, দলের সম্পত্তি এবং তহবিল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের নেই। কিন্তু শিন্ডে গোষ্ঠী যে ভাবে এগোচ্ছে তাতে মনে করা হচ্ছে খুব শীঘ্রই শিবসেনার সবটুকু দখলের জন্য তারা ময়দানে নামতে চলেছে। আর তা বাস্তবায়িত হলে উদ্ধব এবং শিন্ডেকে দীর্ঘ আইনি লড়াইয়ে নামতে দেখা যেতে পারে।

শিন্ডে জানিয়েছিলেন, “আমরা দলের তহবিল এবং সম্পত্তিতে আগ্রহী নই। আমরা বালাসাহেব ঠাকরের আদর্শের উত্তরাধিকারী।’’ কিন্তু শিন্ডেগোষ্ঠীর শীর্ষস্থানীয় সূত্রের দাবি, শিবসেনার যাবতীয় সম্পত্তি এবং তহবিলগুলির ‘সংরক্ষণ’ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। ওই সূত্র বলেছে, “শিন্ডেগোষ্ঠী শিবসেনার তহবিল এবং সম্পত্তি দখল করতে চাই না। আমাদের উদ্দেশ্য সেগুলি সংরক্ষণ করা।”

You may also like