বিশালগড়ঃ রাজ্যে নির্বাচনের আবহে চলছে জোর প্রচার। সমকয়টি রাজনোইতিক দল সর্ব শক্তি প্রয়োগ করে শেষ মুহুর্তেও মাঠ চষে বেড়াচ্ছেন। আর সবকয়টি বিধানসভা কেন্দ্রের সাথে ১৬-বিশালগড় কেন্দ্রেও একই চিত্র। তবে এই কেন্দ্রে প্রচারের নিরিখে অনেকটাই এগিয়ে বিজেপি মনোনিত তরুন প্রার্থী সুশান্ত দেব। বিশালগড়ের প্রতিটি বাড়িতে ভোট প্রচারে পৌছেছেন সুশান্ত দেব। আর তাঁর প্রচারে বিশালগড়জুরে দেখা গেছে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। প্রথমবারের মত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলেও জয়ের জন্য বলি প্রদত্য বিশালগড়ের বিজেপি প্রার্থীর চোখে মুখে এক দৃঢ় প্রত্যয়ের দীপ্ত আশা যেন জ্বলজ্বল করছে। বিগত তিন বিধানসভা নির্বাচনে বিশালগড় ছিল বামেদের দখলে।
২০১৮ তে রাজ্যজুড়ে চল পাল্টাইয়ের সাড়া থাকলেও বিশালগড়ে কিন্তু কাজ করেনি মোদী ম্যাজিক। তবে ২০২৩ এ বিশালগড়ে অনেকটাই প্রস্তুত বিজেপি। এই এলাকায় মন্ডল সভাপতির দায়িত্বে থাকার সুবাদে বিশালগড়ের প্রতিটি বুথের হিসাব সুশান্ত দেবের নখদর্পনে। বিশালগড়ে প্রায় ৫০ হাজার ভোটারদের মধ্যে ১৮ হাজারের উপর সংখ্যালঘু ভোটার। আর সেই যায়গায় বিগত পাচ বছরে সাংগঠনিক ভাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে সুশান্ত দেব। ২০২৩ এর নির্বাচনে বিশালগড়ের সংখ্যালঘু অংশের মানুষের সমর্থন বিজেপির পক্ষে থাকতে পারে বলেই স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন।
তাছাড়া এলাকার নতুন ভোটারদের মধ্যে তরুন তুর্কি এই প্রার্থীর গ্রহণযোগ্যতাও কপালের ভাজ হতে পারে বিরোধীদের জন্য। এর মধ্যে তরুন এই নেতার কিছু করে দেখানোর উদ্যম এবং বিশালগড়ের স্বার্থে সত্যিকারের অর্থে কিছু করে দেখানোর অঙ্গীকারবোধ নব প্রজন্মের ভোটারদের মধ্যে তাঁর গ্রহনযোগ্যতা অনেকটাই বাড়িয়েছে। সব মিলিয়ে এবারকার নির্বাচনে বিশালগড় থেকে বিজেপি প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত বলেই দাবী করছেন সুশান্ত দেব।