রাজ্যঃ রবিবার ৭-রামনগরের বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী পুরোষোত্তম রায় বর্মনের প্রপচারের এক সভায় সুদীপের আহ্বানে মঞ্চে আসেন তিপ্রামথা চেয়ারম্যান প্রদ্যুৎ দেব্বর্মন । সেখানে তিনি বলেন ৬-আগরতালার ভোটার হলে তিনি সুদীপ রায় বর্মনকে ভোট দিতেন। সুদীপ বর্মনকে ভাই বলে সম্বোধন করে তিনি এদিন নতিন রাজনৈতিক জ্বল্পনা উস্কে দিলেন ।