বিলোনিয়াঃ আসন্ন বিধানসভা নির্বাচনে বিলোনিয়া কেন্দ্রের সি পি আই এম ও কংগ্রেস মনোনিত প্রার্থী দীপঙ্কর সেনকে বিপুল ভোটে জয়যুক্তকরার লক্ষ্যে বৃহস্পতিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা বাজারে এলাকার সি পি আই এম কর্মী ও কংগ্রেস সমর্থকদেরনিয়ে এক মিছিল ও বাজার সভা অনুষ্ঠীত করাহয়। আজকের এই মিছিলের মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনে সি পি আই এম মনোনিত প্রার্থী দীপঙ্কর সেন কে বিপুল ভোটে জয়যুক্ত করার শ্লোগান তুললো সি পি আই এম কর্মীসমর্থকরা। মিছিল শেষে সকলে বাজার সভায় মিলিত হয়। আজকের বাজার সভায় উপস্থিতছিলেন বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের সি পি আই এম মনোনিত প্রার্থী দীপঙ্কর সেন, প্রাক্তন মুখ্যসচেতক বাসুদেব মজুমদার, সি পি আই এম এর শান্তির বাজার মহকুমার সম্পাদক মন্ডলীর সদস্য আশুতোষ দেবনাথ সহ কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। রাজ্যে ২০১৮ সালের নির্বাচন শেষে বিগত ৫ বছর পর আজ বেতাগা বাজারে পথমবারের মতো জনসমাবেশ করলো বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা। অজকের এই আলোচনাসভায় বক্তব্যরাখতেগিয়ে রাজ্যসরকারের বিভিন্ন কাজের তিব্র সমালোচনা করেন বক্তারা। সি পি আই এম ও কংগ্রেস কতৃক আয়োজিত আজকের এই কর্মসূচীতে বাম কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতির হারছিলো লক্ষনীয়।