Home BREAKING NEWS ম্যানেজ কান্তি গোপাল, মনোনয়নপত্র প্রত্যাহার

ম্যানেজ কান্তি গোপাল, মনোনয়নপত্র প্রত্যাহার

by News On Time Tripura
0 comment
ধর্মনগর

ধর্মনগরঃ বৃহস্পতিবার উত্তর জেলার ৫৬ ধর্মনগর কেন্দ্র থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন সিপিআই (এম) দলের প্রার্থী অভিজিৎ দে। সিপিআই(এম) প্রার্থী অভিজিৎ দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,দলীয় সিদ্ধান্তের কারণে এই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি। এদিকে একই দিনে ৫৭ যুবরাজনগর কেন্দ্র থেকে মনোনয়ন প্রত্যাহার করেন নির্দল প্রার্থী কান্তি গোপাল দেবনাথ। তিনি জানান, বিজেপি দলের উচ্চপদস্থ নেতৃত্বরা তার সাথে কথা বলেছেন। বলেছেন রাগ অভিমান ভুলে দলের স্বার্থে কাজ করার জন্য বলেছেন তারা। আগামীতে তাকে যোগ্য সম্মান দেওয়া হবে। এরপরই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি। তিনি আরো বলেন, বর্তমানে যুবরাজনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী মলিনা দেবনাথকে বিজয়ী করাই তার মূল লক্ষ্য। এদিন মনোনয়ন প্রত্যাহার কালে নির্দল প্রার্থী কান্তি গোপাল দেবনাথের সাথে উপস্থিত ছিলেন সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রামপ্রসাদ পাল, বিজেপি রাজ্য নেতৃত্ব অশোক সিনহা এবং যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী মলিনা দেবনাথ প্রমুখ। এদিকে ধর্মনগর মহকুমাধিন চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি বিধানসভা কেন্দ্র থেকে দুজন প্রারশথী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

You may also like