বিশালগড়ঃ আগামী ১৬ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে মাঠে নেমে পরেছে। শাসক বিরোধী কেউই ঘরে বসে নেই। একই ভাবে ১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্রের CPI(M) মনোনীত প্রার্থী পার্থ প্রতিম মজুমদার ডোর টু ডোর প্রচারে ব্যপক গুরুত্ব দিয়ে চষে বেড়াচ্ছেন গোটা বিধানসভা এলাকা। বৃহস্পতিবার সকালে বিশালগড় বিধানসভার চন্দ্রনগর এলাকায় ভোট প্রচারে যান পার্থ প্রতিম মজুমদার। পছন্দের নেতাকে প্রার্থী হিসাবে পেয়ে এলাকার জনসাধারণের মধ্যে এক প্রকার উৎসাহ উদ্দীপনা উজ্জীবিত হয়ে ওঠে এদিন।বিশালগড়ের রাজনৈতিক পরিমন্ডলে পার্থ প্রতিম মজুমদার একটা পরিচিত নাম। স্থানীয় পোড় খাউয়া রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে অন্য দলের মানুষদের মধ্যেও যথেষ্ঠ গ্রহনযোগ্যতা রয়েছে তার। ব্যক্তি জীবনে বাম ছাত্র সংগঠন থেকেই রাজনীতিতে আগমন । ৯০ এর দশকে বাম ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘ চার বছর। তারপর দলের যুব সংগঠন DYFI এর রাজ্য যুগ্ম সম্পাদক ছিলেন। পরে বিশালগড়েই দলের মুল সংগঠনে প্রথমে লোকাস সম্পাদক ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এবং সবশষে ১ বছর যাবত দলের মহকুমা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। বিশালগড় নগর পঞ্চায়েতের প্রথম চ্যায়ারমেন ছিলেন এবং পরবর্তি কালে দীর্ঘ সময় ধরে পুর পরিষদের ভাইস চ্যায়ারমেনের দায়িত্ব পালন করেছিলেন তিনি। দীর্ঘ সময় যাবত বিশালগড়ে রাজনৈতিক অভিজ্ঞতায় ২০২৩ এর নির্বাচনে শাসক দলের প্রার্থীর জন্য কড়া চ্যালেঞ্জ হতে পারে পার্থ প্রতিম মজুমদার। তবে অন্যদিকে এই কেন্দ্র থেকে ১০ হাজারের ব্যবধানে সিপিএমকে হারানোর দাবী করেছেন বিজেপি মনোনিত প্রার্থী সুশান্ত দেব। শেষ হাসি কে হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে ২রা মার্চের।