কদমতলাঃ প্রথম স্ত্রীকে বেধড়ক পিটিয়ে মাটিতে ফেলে রাখলো স্বামী।পরবর্তীতে প্রতিবেশীদের সহযোগিতায় গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে আনা হয় হাসপাতালে।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে ভিতরগুল এলাকায়।ঘটনার বিবরণে দমকল কর্মী ও এক প্রতিবেশী যুবক থেকে জানা যায়,মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির সামনে চুলের মুটি ধরে স্ত্রীকে বেধড়ক মারতে থাকে স্বামী গিয়াস উদ্দিন।যার কারণে বাড়ির সামনে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে স্ত্রী কল্পনা বেগম। প্রচণ্ড মারধর করে এভাবে ফেলে স্বামী ঘটনাস্থল থেকে কেটে পড়ে।পরবর্তীতে স্থানীদের সহযোগিতায় দমকল কর্মীরা আহত মহিলাকে নিয়ে আসে কদমতলা সামাজিক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিলার অবস্থা বেগতিক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে আহত মহিলার।স্হানীয় সূত্রে আরো জানা গেছে, দুই স্ত্রী নিয়ে সংসার করছিলো গিয়াস। প্রথম স্ত্রীর ঘরে চার কন্যা সন্তান হওয়ায় ছেলে সন্তান লাভের জন্য দ্বিতীয় বিয়ে করে সে।এরপর থেকে নানা ভাবে অত্যাচার শুরু করে প্রথম স্ত্রী কল্পনার উপর।