তেলিয়ামুড়া: তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই শক্তি কেন্দ্রে শাসক দল বিজেপির প্রচারসজ্জা নষ্ট করা হয় শনিবার রাতে। বছরের শেষদিনে শাসক দলের প্রচারসজ্জা নষ্ট হওয়ার ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য এলাকায়। তবে শাসক দলের অভিযোগ এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করতে বিরোধী দল এই ঘটনার সাথে যুক্ত।