বিশালগড়ঃ সামাজিক ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুরনের প্রচার সরকার ঢাক ঢোল পিটিয়ে করছে। ৭০০ টাকা থেকে ৫ বছরের মাথায় ২০০০ টাকা হয়েছে সামাজিক ভাতা। রাজনোইতিক প্রতিহিংসায় নয় ভাতার তালিকা থেকে অযোগ্যদের বাদ দেওয়া হয়েছে। এটাও দাবী রাজ্য সরকারের। তবে কোন হিসাবে এবং কিকারনে রাজিয়া খাতুনকে ভাতার তালিকা থেকে বাদ দেওয়া হল তার জবাব বিগত তিন বছর ধরে খোজে বেরাচ্ছেন ৭০ বছরের বিধবা রাজিয়া খাতুন। স্বামী হারা এই বৃদ্ধার পুত্র সন্তান নেই। মেয়ের পরিবার আছে, তারাও বিভিন্ন সমস্যার সম্মুক্ষীন।আর এই আভাগি বিধবার একমাত্র সম্বল ছিল রাজ্য সরকার প্রদত্ত বিধবা ভাতা । তবে বিগত তিন বছর ধরে সেই ভাতা থেকে বঞ্চিত তিনি। বিশালগড়ের কড়ইমুড়ার মুন্সিমুড়া গ্রামে মৃত নুর মিঞার বিধবা রাজিয়া খাতুন জানতে চাইছে সরকারের কাছে কোন দোষে তার ভাতা বাদ দেওয়া হল। কি অপরাধে ? জবাব পাবেন কি তিনি… প্রশ্নটা তোলা রইল সরকারের কাছে ।