Home BREAKING NEWS বেপরোয়া যান চলাচল, ভয়াবহ দূর্ঘটনায় আহত তিন

বেপরোয়া যান চলাচল, ভয়াবহ দূর্ঘটনায় আহত তিন

by News On Time Tripura
0 comment
চড়িলাম, ত্রিপুরা

চড়িলামঃ বেপরোয়া ভাবে বাইক চালানোর খেসারতে ভয়াবহ দুর্ঘটনা ।  চড়িলাম বিধানসভার পরিমল চৌমুহনি এলাকায় শনিবার বিকেলে জাতীয় সড়কে ট্রিপার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত তিনজন যুবক।  জানাযায় TR01AB1857 নাম্বারে একটি মাল বুঝাই টিপার গাড়ি বিশ্রামগঞ্জ যাওয়ার পথে চড়িলাম পরিমল চৌমুহনী আসতেই অপর দিকে একটি ফাঁড়ি রাস্তা থেকে জাতীয় সড়কে ঊঠার সময় TR07C5162 নাম্বারে একটি বাইক ট্রিপার গাড়িতে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে বাইকে থাকা তিন যুবক  রামু দাস,  প্রসেনজিৎ দাস ও দীপক মজুমদার।  প্রত্যক্ষদর্শীরা দুটি গাড়ির সংঘর্ষের বিকট শব্দ পেয়ে দ্রুত ছুটে আসেন এবং খবর পাঠান বিশ্রামগঞ্জ ফায়ার ব্রিগেডে। পরে ফায়ার ব্রিগেডের কর্মীরা আহত তিন যুবককে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।  সেখান থেকে রামু দাস ও প্রসেনজিৎ দাসকে অবস্থা গুরুতর হওয়ায়  জিবি হাসপাতালে রেফার করা হয় ।

You may also like