Home ত্রিপুরা শুরু হলো ১৪ দিনব্যাপী রাজ্য হস্ততাঁত বাস্ত্রমেলা

শুরু হলো ১৪ দিনব্যাপী রাজ্য হস্ততাঁত বাস্ত্রমেলা

by News On Time Tripura
0 comment
শান্তিরবাজার , ত্রিপুরা

শান্তিরবাজার ঃ  শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়মাঠে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ১৪ দিন ব্যাপী রাজ্য হস্ততাঁত বস্ত্রমেলার শুভসূচনা করা হয়। অনুষ্ঠানের সূচনা করলেন ত্রিপুরার হস্ততাঁত শিল্প এবং উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া।  উদ্ভাধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, দক্ষিন জেলার জেলাপরিষদের সহ সভাপতি বিভিষন চন্দ্র দাস সহ অন্যান্য অতিথি।  আগামী ২রা জানুয়ারী পর্যন্ত চলবে এই বস্ত্রমেলা।  মেলায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন রাজ্যের জনজাতি অংশের মানুষেরা চিরাচরিত প্রথায় হস্ত তাঁতের তৈরি সামগ্রী ব্যাবহার করেন।  রাজ্যের পাশাপাশি রাজ্যের বাইরেও এই ধরনের বস্ত্রের বিশেষ চাহিদা রয়েছে।  বর্তমানে রাজ্যের বাইরেও  রিসার ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে।  আজকের এই মেলায় ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে ৪১ টি ও বহিরাজ্য থেকে ৮ টি ষ্টল দেওয়া হয়।  অনুষ্ঠানের উদ্ভোধন শেষে উদ্ভোধক সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা ষ্টলগুলি পরিদর্শন করেন।

You may also like