আগরতলা ঃ রবিবারের প্রধানমন্ত্রীর সভার পর সোমবার সকালে আস্তাবলে স্বচ্ছতা অভিযান বিজেপির। রপবিবার বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। সেই সভাকে কেন্দ্র করে লোকসমাগমও হয়েছিল উল্লেখযোগ্য । আস্তাবল ভরে যায় ময়লা আবর্জনায় ।সোমবার সকালেই সেই মাঠকে আবার পুনরায় ছেলেমেয়েদের খেলার উপযোগী করে তোলার জন্য বিজেপি পার্টি কর্মী সহ আগরতলা শহরের মেয়র নিজের হাতে সেই মাঠ কে পরিষ্কার করার কাজে নামে।