Home BREAKING NEWS সংসদে কাল কাপড় পড়ে বিরোধী সাংসদের অভিনব বিক্ষোভ

সংসদে কাল কাপড় পড়ে বিরোধী সাংসদের অভিনব বিক্ষোভ

by News On Time Tripura
0 comment
দিল্লী

দিল্লিঃ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে সোমবার লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে কাল কাপড় পরে যান বিরধী সাংসদরা। শুধুমাত্রই কংগ্রেস সাংসদরাই নন এই তালিকায় রয়েছে অন্যান্য বিরোধী দলগুলির সাংসদরাও। এই তালিকেয় রয়েছে আম আদমি পার্টি সহ তৃনমুল কংগ্রেসের সাংসদরাও। সোমবার অধিবেশন শুরু হবার পর থেকেই সংসদের উভয় হাউজে হাঙ্গামা চলতে থাকে। বিরোধীদের হাঙ্গামার পাশাপাশি শাসক দলের সদস্যরাও রাহুল গান্ধীর ক্ষমার বিষয়ে হাঙ্গামা করতে থাকে। শেষ পর্যন্ত উভয় হাউজের অধিবেশন মুলতবি করা হয়।

You may also like