
আগরতলাঃ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দ্বিতীয় বিজেপি-আইপিএফটি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হয় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। দ্বিতীয়বারের মত শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাথে শপথগহণ করে ৮ কেবিনেট মন্ত্রী। মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন রতনলাল নাথ, প্রনজিত সিংহ রায়, সুশান্ত চৌধুরী, সান্তনা চাকমা, টিঙ্কু রায়, সুধাংশু দাস, বিকাশ দেব্বর্মা এবং আইপিএফটির শুক্লাচরণ নোয়াতিয়া।

