Home অপরাধ প্রতিবেশীর দায়ের কোপে গুরুতর আহত বাবা-ছেলে

প্রতিবেশীর দায়ের কোপে গুরুতর আহত বাবা-ছেলে

by News On Time Tripura
0 comment
কৈলাশহর, ত্রিপুরা

কৈলাশহর ঃ  জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত বাবা ও ছেলে। অভিযোগ  কৈলাশহর থানায় । জানা যায় কৈলাশহরের গৌরনগর এলাকার বাসিন্দা আব্দুল মালিক তার বাড়ির সীমানা দিতে গেলে প্রতিবেশী  ওয়াসির আলী অভিযোগ করে উনার স্থানে তিনি সীমানাএ বেড়া দিচ্ছেন। এরপরেও জোর পুর্বক সীমানা বসায় আব্দুল পরে দুই পক্ষের মধ্যে শুরু হয় বাক-বিতণ্ডা এবং এক সময় রাগের মাথায় আব্দুল মালিক দা দিয়ে ওয়াসির আলীর মাথায় এবং হাতে কোপ বসায়। পাশাপাশি ওয়াসির আলীর ছেলেকেও দা দিয়ে এলপথারি আক্রমন করে । এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে এসে  গুরুতর আহত ওয়াসির আলী এবং তার ছেলেকে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়।  এই বিষয় নিয়ে কৈলাশহর থানায় ওয়াসির আলী আব্দুল মালীক এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।  এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে

You may also like