Home VIDEO একাধিক প্রকল্পের উদ্বোধনে খোয়াই জেলায় মুখ্যমন্ত্রী

একাধিক প্রকল্পের উদ্বোধনে খোয়াই জেলায় মুখ্যমন্ত্রী

by News On Time Tripura
0 comment
চাকমাঘাট, ত্রিপুরা

খোয়াই ঃ বিগত দিনে বামফ্রন্ট সরকার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সরকার চালিয়েছে, জাতি এবং জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছে বিগত সরকার। রাজ্যের বর্তমান সরকার রাজ্যের সকলকে নিয়ে একসাথে চলতে চায়। রাজ্যের জাতি এবং জনজাতির মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে,সেই দিশায়  রাজ্য সরকার কাজ করছে। রাজ্য সরকার চায় মানুষের গণতান্ত্রিক অধিকার। রাজ্যে শান্তি সম্প্রীতি যেন অক্ষুন্ন থাকে সেই দিশায় রাজ্য সরকার কাজ করছে। আজ দুপুরে তেলিয়ামুড়া মহকুমার চাকমা ঘাটে তুইমধু বাজার সংলগ্ন মাঠে ভার্চুয়ালের মাধ্যমে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তর ও পূর্ত দপ্তরের উদ্যোগ আয়োজিত চাকমা ঘাটে নবনির্মিত গ্রামীণ বাজার ভবনের শুভ দারোদ্ঘাটন তৎসঙ্গে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এর নতুন পাকা বাড়ি, কৃষ্ণপুরে কৃষক জ্ঞানার্জন কেন্দ্র ও প্রধানমন্ত্রীর গ্রামীন সড়ক যোজনা প্রকল্পের মাধ্যমে কাঁকড়াছড়া ও তীর্থমনি পাড়ার রাস্তার রিমোট কন্ট্রোলের মাধ্যমে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা প্রধান বক্তার ভাষনে এই কথা বলেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক অতুল দেববর্মা , জেলা শাসক ডি কে চাকমা,  রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

You may also like