
ডেস্ক রিপোর্টঃ
রাকেশ শর্মার পর আরও এক ভারতীয় যাচ্ছে মহাকাশে। দীর্ঘ ৪০ বছর পরে আবার কোনও ভারতীয় মহাকাশচারী মহাকাশে পাড়ি জমাতে চলছেন। রাকেশ শর্মার পর এবার লখনৌ এর শুভাংশু শুক্ল। শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ নামে এক বিশেষ অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে ভারতের এই মহাকাশচারীকে। অভিযানের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়ে গিয়েছে। এখন কেবল ইতিহাস সৃষ্টির অপেক্ষা।
সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার সকাল ৮টা ২২ মিনিটে মহাকাশের উদ্দেশে রওনা দেবে শুভাংশুদের যান। ‘অ্যাক্সিয়ম-৪’ (অ্যাক্স-৪) নামক ওই অভিযানের জন্য বাছা হয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের ‘ড্রাগন’ মহাকাশযানকে। মহাকাশযানটি উৎক্ষেপণ করবে ফ্যালকন ৯ রকেট। মঙ্গলবার সকালে রকেটটি উৎক্ষেপণ করা হবে। এমনটাই জানিয়েছে নাসা। তবে নাসার এই অভিযান ভারতের জন্য এক নতুন ইতিহাস লিখবে। ৪০ বছর পর কোন ভারতীয় পৌছবে মহাকাশে।
