
টাকারজলা:
নবোদয় বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ৮০ জন ছাত্র-ছাত্রী
(জ্যোতির্ময় সাহা)
সিপাহীজলা জেলার একমাত্র জহর নবোদয় বিদ্যালয়, এটি জম্পুইজল মহকুমার টাকারজলায়। মঙ্গলবার হঠাৎ করেই বিদ্যালয়ে অসুস্থ হয় পরে ৮০ র অধিক ছাত্রছাত্রী।বিদ্যালয়ের ভোজনালয়ের খাবার খেয়ে অসুস্থ হয় ছাত্রছাত্রীরা । ঘটনাস্থলে যান সিপাহীজলা জেলাশাসক ও জম্পুজলা মহকুমা শাসক। অসুস্থ ছাত্র-ছাত্রীদের টাকারজলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় । প্রাথমিকভাবে জানা যায় খাবারের বিষক্রিয়ার ফলেই অসুস্থতা। অসুস্থ প্রত্যেক ছাত্র-ছাত্রীদের পেট ব্যথা, বমি এবং ডিসেন্ট্রির সমস্যা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জৈশওয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন। বিদ্যালয়ের সব কটি কক্ষ ঘুরে দেখেন তিনি। তবে ভোজনালয়ে গিয়েই চক্ষু চরক গাছ। খাদ্যদ্রব্য গুলি বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়েছে, সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে রান্না কাজ । রয়েছে মেয়াদোত্তীর্ণ অনেক খাবার। যেগুলি দেখে জেলাশাসক তৎক্ষণাৎ এগুলিকে ফেলে দেওয়ার অনুমতি দেন। পাশাপাশি ভোজনালয়ের ইনচার্জকে শোকজ করারও নির্দেশ দেন। তিনি বিদ্যালয় থেকে সোজা চলে যান টাকারজলা সামাজিক হাসপাতালে, যেখানে ভর্তি ছাত্র-ছাত্রীদের খোজ খবর নেন। কথা বলেন হাসপাতালের চিকিৎসদের সঙ্গে। চিকিৎসকেরা জানান খাদ্যের বিষক্রিয়ার ফলেই এই অসুস্থতা। তাই বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশে ছাত্র-ছাত্রীদের খাবার পরিবেশনের উপর তিনি গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন ।