বিশালগড়ঃ
কিছুদুন পূর্বেই যান দূর্ঘটনা রোধে ট্রাফিল সচেতনতা বৃদ্ধিতে এক মেগা রেলি এবং সেমিনার করেছিল সিপাহীজলা জেলা পুলিশ । কিন্তু এর পরেও কোন ভাবেই কমছে যান সন্ত্রাস। শনিবার সকালেই কয়েক ঘন্টার মধ্যে তিনটি যান দূর্ঘটনায় আহত হয়েছে সাতজন। আর এর জন্য দায়ী কে? দুর্বল ট্রাফিক ব্যবস্থাকেই দায়ী করছে সাধারন মানুষ। ফাইন করা ছাড়া দূর্ঘটনা প্রতিরোধে কোন উদ্যোগ নেই ট্রাফিক দপ্তরের। সাত সকালে বিশালগড় বাইপাস এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে একটি অটো। আহত হয় দুই জন। এরপর আরও দুটি দূর্ঘটনা।বিশালগড় ব্রজপুর সড়কে TR01R6972 নাম্বারের বাইকের সঙ্গে TR07G9502 নাম্বারের আরেকটি বাইকের সংঘর্ষ ঘটে। এতে আহত হয় ফারুক ইসলাম, সোহেল মিয়া ও অভিষেক দেবনাথ নামের তিন যুবক। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ফিরে আসার পথে অপর আরেকটি যান দুর্ঘটনার খবর আসে দমকল কর্মীদের কাছে। এবার আবার বিশালগড় বাইপাস । TR01J9868 নাম্বারের বাইকের সঙ্গে TR01AX6405 নাম্বারের বাইকের সংঘর্ষ ঘটে। এতে সুমন মিয়া ও রাকেশ মিয়া গুরুতরভাবে আহত হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত দুইজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরপর তিনটি যান দুর্ঘটনার খবরেও কোন হেলদোল নেই ট্রাফিক ইউনিটের।তাই প্রশ্ন উঠছে শুধুমাত্র সচেতনতা রেলি করেই যান সন্ত্রাস নিয়ন্ত্রনে আনতে চাইছে পুলিশ প্রশাসন।