ধর্মনগরঃ
কিশোর রঞ্জন হোড়।।
ধর্মনগর,৬ আগষ্ট।।
যখন পাশ্ববর্তী দেশ বাংলাদেশে চরম এক অস্হিরতা বিরাজ করছে। দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে।ঠিক সেই সময় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশী কিন্নর আটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ পানিসাগর বিএসএফ সেক্টর অফিসের সাদা পোশাকের জওয়ানরা ধর্মনগর আইএসবিটি এলাকার এক টমটম থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশী কিন্নরকে আটক করে। পরবর্তীতে তাদের পানিসাগর বিএসএফ সেক্টর অফিসে নিয়ে যায় জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন দুই বাংলাদেশী কিন্নরের কাছ থেকে একজনের নামে ভারতীয় প্যান কার্ড পাওয়া গেছে।যার নাম প্রমা চৌধুরী। অপরজনের পরিচয় পাওয়া যায় নি।তবে উদ্ধারকৃত প্যান কার্ডটি ভুঁয়া বলেই বিএসএফ জওয়ানদের প্রাথমিক ধারনা। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখে বাংলাদেশী নাগরিক চিহ্নিত হলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ জওয়ানরা।এদিকে টমটম চালক জানায়, এদিন দুপুরে কুমারঘাট থেকে একটি ম্যাক্স গাড়ি করে ঐ দুই কিন্নর ধর্মনগর কোপারেটিভ ব্যাংকের সামনে নামে। তারপর তার টমটমে উঠে আইএসবিটি তে নিয়ে যাওয়ার জন্য বলে।তাদের গন্তব্য স্থল ছিল করিমগঞ্জ।তবে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সীমান্ত শহর ধর্মনগরে সন্দেহভাজন দুই বাংলাদেশী কিন্নর আটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জোরদার করে তুলা হচ্ছে সীমান্তের টহলদারি।