Home BREAKING NEWS রাজ্যের বাজারে থাইল্যান্ডের ‘Banana Mango’

রাজ্যের বাজারে থাইল্যান্ডের ‘Banana Mango’

by News On Time Tripura
0 comment

কুমারঘাটঃ

থাইল্যান্ডের আমের চাষে স্বাবলম্বী ত্রিপুরার জনজাতি চাষী। বুধবার কুমারঘাট বাজারে হঠাৎই আমাদের নজর যায় এক ধরনের ব্যতিক্রমী আমের দিকে। ফল বিক্রেতা কুমারঘাট বাঁশবাগান এলাকার সুপায়ন চাকমা। তিনি জানান থাইল্যান্ডের এই বিশেষ আমের নাম Banana Mango । ২০১৮ সালে তাঁর এক নিকট আত্মীয়ের মারফৎ থাইল্যান্ড থেকে তিনি এই আমের চারা সংগ্রহ করেন। তারপর থেকে এখন পর্যন্ত তিনটি বাগানে প্রায় ২০০০ এর বেশি চারায় আমের ফলন ধরেছে। বাজারে নতুন ধরনের আম দেখে উৎসুখ ক্রেতারাও ভীড় জমাচ্ছে। প্রতি কিলো ২০০ টাকা দরে এই আম বিক্রি করছেন আমচাষী সুপায়ন চাকমা।

You may also like