Home BREAKING NEWS Modi 3.0 – নেহেরু, মোদী ছাড়া আর কে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন..?

Modi 3.0 – নেহেরু, মোদী ছাড়া আর কে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন..?

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

তৃতীয় বারের মত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। দেশের প্রথম প্রধামন্ত্রী পন্ডিত জহর লাল নেহেরুর পর এই কীর্তিমান স্থাপনকারী তিনি দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হলেন। স্বাধীনতার পর পন্ডিত জহর লাল নেহেরু পরপর তিনিবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। কিন্তু তাঁরা দুজন ছাড়াও আরও একজন প্রধানমন্ত্রী, যিনি তিনবার এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। আর তিনি হচ্ছেন অটল বিহারী বাজপায়ী। ১৯৯৬ সালে প্রথম ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন তিনি।

১৯৯৬ সালে প্রথম শপথগ্রহণ

তারপর ১৯৯৮ থেকে ১৯৯৯ পর্যন্ত ১৩ মাসের জন্য প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন।

১৯৯৮ সালে ২য় শপথগ্রহণ

এবং সর্বশেষ ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত সম্পূর্ন পাঁচ বছর প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন অটল বিহারী বাজপায়ী।

১৯৯৯ সালে তৃতীয় বার শপথগ্রহণ

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato