Home BREAKING NEWS পার্কে নিয়ে নাবালিকাকে জোড়পূর্বক ধর্ষণ, সোনামুড়ার যুবক গ্রেপ্তার কল্যানপুরে

পার্কে নিয়ে নাবালিকাকে জোড়পূর্বক ধর্ষণ, সোনামুড়ার যুবক গ্রেপ্তার কল্যানপুরে

by News On Time Tripura
0 comment

কল্যানপুরঃ

(হিরন্ময় রায়ের প্রতিবেদন)

পার্কে নিয়ে জোড়পূর্বক ধর্ষন। কল্যানপুরে গ্রেপ্তার সোনামুড়ার ছেলে। কল্যানপুর থানা এলাকার এক নাবালিকা’কে প্রেমের জালে আবদ্ধ করে বড়মুড়া ইকোপার্ক এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল সিপাহীজলা জেলার অন্তর্গত সোনামুড়া থানার পূর্ব দুর্লভ নারায়নপুরের এক যুবকের বিরুদ্ধে। সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত যুবক

তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ জানিয়েছেন, জনৈক কৃষ্ণ ধন দেবনাথের ২৩ বছরের ছেলে কিষান দেবনাথ সংশ্লিষ্ট নাবালিকা মেয়েটিকে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া ইকোপার্ক এলাকায় নিয়ে গিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে । থানা সূত্রে খবর, ওই নাবালিকা যুবতী ও অভিযুক্ত যুবক প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল এবং অতি সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে অন্য একটা একাউন্ট ব্যবহার করে মেয়েটির আপত্তিকর ছবি ভাইরাল করে দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টাও নাকি করেছে সেই যুবক । এই সমস্ত বিষয়ের বিবরণ জানিয়ে তেলিয়ামুড়া থানায় একটি মামলা লিপিবদ্ধ হয়। তেলিয়ামুড়া থানায় লিপিবদ্ধ মামলার নম্বর ৩৩/২০২৪,  আইপিসি ৩৭৬(৩), ৫০৬ এবং POCSO আইন ২০১২ এর ৪ নম্বর ধাড়া অনুযায়ী সুনির্দিষ্ট মামলা সাপেক্ষে ঘটনার তদন্ত চলছে। বর্তমানে অভিযুক্ত যুবককে পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ রিমান্ডের আবেদন করে।

                    গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ধৃত যুবকের বিরুদ্ধে শাস্তির দাবি জোড়ালো হচ্ছে, ঠিক এর পাশাপাশি একটা অংশ থেকে দাবি উঠছে যেভাবে প্রায় অপরিণত বয়স থেকেই একটা অংশের ছেলে এবং মেয়েদের মধ্যে সামাজিক মাধ্যম ব্যবহার করার প্রবণতা বাড়ছে, সে ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করুক অভিভাবকরা।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato