আগরতলাঃ
শেষ পর্যন্ত পৃথিবীর সর্ববৃহৎ ক্রিকেট লীগে খেলার সুযোগ পেলেন মনিশংকর মুড়িসিং ? আপিএল-এ এবছর অকশনে নাম লিস্ট হলেও শেষ পর্যন্ত অবিক্রিত থেকে যান মনিশংকর। কিন্তু সর্বশেষ খবর অনুসারে আইপিএল এর রাজস্থান রয়্যালসে অনুশীলনে ডাক পান মনিশংকর। সাঙ্গাকারা এবং বন্ডের নিচেই অনুশীলন করতে দেখা যায় মনিশংকরকে। আর অনুশীলনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ত্রিপুরায় খুশির আবহ পরিলক্ষিত হয়।