Home BREAKING NEWS নাগেরজলায় হেনস্থার শিকার বিশালগড়ের যাত্রীরা, যাত্রী দূর্ভোগ কমাতে এগিয়ে এলেন বিধায়ক

নাগেরজলায় হেনস্থার শিকার বিশালগড়ের যাত্রীরা, যাত্রী দূর্ভোগ কমাতে এগিয়ে এলেন বিধায়ক

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

দক্ষিন গামী বাসগুলোর থেকে বারংবার হয়রানি ও হেনস্থার শিকার হতে হচ্ছে বিশালগড়ের জনগণকে। বিশেষ করে প্রতিনিয়ত আগারতলায় আসা-যাওয়া করা স্কুল কলেজ এর ছাত্র-ছাত্রী থেকে শুরু করে আগরতলায় কর্মরত বহু সাধারণ জনগণকে প্রতিনিয়ত এই হয়রানির শিকার হতে হচ্ছে।আর এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ বিধায়কের কাছে আসতেই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিশেষ উদ্যোগ নিলেন বিধায়ক সুশান্ত দেব। সোমবার বিশালগড় বিজেপি মন্ডল কার্যালয় এ বিষয়গুলোকে সামনে রেখে একটা বৈঠক অনুষ্ঠিত হয়। বিধায়ক সুশান্তদেবের পৌরহিত্যে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সাউথ ত্রিপুরা বাস ওনার্স এসোসিয়েশন এর নেতৃত্ব এবং বিশালগড় নাগেরজলা উদয়পুর বিলোনিয়া সহ অন্যান্য মোটর স্ট্যান্ডের নেতৃত্বরা। মূলত অভিযোগ রয়েছে দক্ষিণগামী বাসগুলো বিশালগরে আসা যাত্রীদের সাথে ক্রমাগত দুব্যবহার হেনস্থা ও হয়রানি করে আসছে। পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে পরিষেবা থেকে বঞ্চিত রাখা হয় বিশালগড়ের যাত্রীদের। বিশালগড়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন অফিসে কর্মরতরা প্রতিনিয়তই আগরতলা আসা-যাওয়া করে থাকেন। যার ফলে প্রায় নিত্যদিন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অন্যান্য সাধারণ নাগরিককে এই হেনস্তার স্বীকার হতে হচ্ছে। বৈঠকে বিধায়ক উক্ত অভিযোগ গুলোর পরিপ্রেক্ষিতে দ্রুত এই বিষয়গুলোর সমাধানের আহ্বান জানান। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন যেহেতু বিশালগড়ের জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি হিসাবে ওনাকে মনোনীত করেছেন তাই বিশালগড়ের জনগণের হয়রানি কিংবা হেনস্তা হলে সে বিষয় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাই সকল স্ট্যান্ড এর নেতৃত্বদের নিয়ে এক বৈঠক হয়েছে যেখানে বাস মালিক ও চালকদের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় আগামী দিনে এই বিষয়গুলোর পুনরাবৃত্তি হবে না পাশাপাশি বিশালগড়ের জনগণ যাতে পরিষেবা সঠিকভাবে পেতে পারে এবং হেনস্তা না হতে হয় সেই বিষয়গুলো নজরে রাখবেন তারা। পাশাপাশি বিধায়ক সংগঠন গুলোর কাছে আহ্বান জানান যেন বিশালগড়ের যাত্রীদের কথা চিন্তা করে রাত্রি নয়টা পর্যন্ত বাস এর পরিষেবা অব্যাহত রাখেন যাতে করে যাত্রীরা এবং বিশালগড়ের জনগণ সঠিকভাবে বাড়ি ফিরতে পারে। অন্যদিকে সাউথ ত্রিপুরা বাস ওনার্স এসোসিয়েশনের সভাপতি দেবব্রত সরকার জানান বিধায়কের আহ্বানকে মান্যতা দিয়ে আগামী দিনে যাতে বিশাল করে যাত্রী এবং জনগণকে কোন হেনস্থা হতে না হয় সে বিষয়টা নজরে রাখবেন তারা এবং আগামী ৩০ শে নভেম্বর আগরতলায় দক্ষিণ গামী সকল বাস চালক শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভা হবে যেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। অন্যদিকে বিশালগড়ের জনসাধারণের কথা চিন্তা করে বিধায়কের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে আপামর বিশালগড়বাসী।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato