Home BREAKING NEWS ICC ODI World Cup 2023- ৩০২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে সপ্তম জয় ভারতের

ICC ODI World Cup 2023- ৩০২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে সপ্তম জয় ভারতের

by News On Time Tripura
0 comment

মুম্বাইঃ

৭ম জয় ভারতের । বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয় ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড জয় । মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্ট্যাডিয়ামে শ্রীলঙ্কার সাথে ভারতের ৭ম ম্যাচে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ৫০ অভারে ৮ উইকেট হারিয়ে ভারত ৩৫৭ রান করে। গিল ৯২, কোহলি ৮৮ এবং শ্রেয়স ৮২ রানের ইনিংস খেলে। পরে টার্গেটের পিছু করতে গিয়ে মাত্র ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সামির ৫ উইকেটের ইনিংস তার কাঁধে জুড়ে দিল আরও এক রেকর্ড। এই জয়ের পর পয়েন্ট টেবিলে আবার শীর্ষ স্থানে চলে গেল ভারত।

You may also like