
বিলোনিয়াঃ এইবার চোরদের নজর মিড ডে মিলের উপর। এই নজরেই চোরের হানা দিল বিলোনিয়া সরকারী ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ঘরে । তালা ভেঙ্গে মিড ডে মিলের রান্না ঘরে ঢুকে রান্নার সামগ্রী সহ নিয়ে যায় ব্যবহৃত জিনিসপত্র । গতকাল গভীর রাতে এই চুরি কান্ড সংগঠিত হয় বলে জানা যায়। আজ সকালে বিদ্যালয় খোলার পর মিড ডে মিলের কর্মীরা চুরি কান্ডের ঘটনার টের পায়। খবর দেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। খবর পেয়ে প্রধান শিক্ষক ছুটে গিয়ে মিড ডে মিলের ঘরে ঢুকে হতবাক। পরবর্তী সময়ে বিলোনিয়া থানাতে খবর দেয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ চুরি কান্ডের ঘটনা পর্যবেক্ষণ করে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এই নিয়ে পর পর তিন বার চুরি হয় এই বিদ্যালয়ে । বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভ সৃষ্টি হয়েছে বিলোনিয়া জুড়ে।