ধর্মনগরঃ বুধবার ধর্মনগর থেকে শিলচরের উদ্দেশ্যে যে পাঁচটা বিশ মিনিটে ট্রেনটি যায় তাতে ধর্মনগর দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে উদ্ধার করল ২৫ ফুট সেগুন কাঠ। ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচারের অভিযোগ ছিল। গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বনদপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বনদপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচর গামী ট্রেনটিতে ভোর সাড়ে তিনটা চারটা থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে ২৫ ফুট সেগুন কাঠ উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। কিন্তু কাঠের সঙ্গে কে বা কারা ছিল কাউকে ধরা সম্ভব হয়নি। তারা তল্লাশি দেখে পালিয়ে যায়। এদিকে আরপিএফ এবং জিআরপিএফের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে। কারণ তাদের চোখের সামনে দিয়ে কাঠ পাচার হলেও তারা দেখেনি বা দেখছি না ভাব নিয়ে সরে পড়ে। এতে রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে । তেমনি কাঠ পাচারকারীদের দৌড়াতে উত্তর জেলার বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে।