আগরতলা:
রক্ষা কালী মন্দিরে চোরের থাবা। মায়ের গলা থেকে হাতিয়ে নিলো স্বর্ণালংকার সহ মন্দিরের বহু মূল্যবান সামগ্রী। সূর্যমনি নগর স্থিত ত্রিপুরা বিশ্ব বিদ্যালয় সংলগ্ন রক্ষা কালী মায়ের মন্দিরে ঘটে এই ঘটনা । শনিবার সকালে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে তীব্র চঞ্চল্য ছড়ায়।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রক্ষা কালী মায়ের মন্দির। অত্যন্ত সুসজ্জিত এই মন্দিরে মায়ের মূর্তিতে ছিল বহু মূল্যবান স্বর্ণালংকার। সেই সাথে মন্দিরে পুজোর জন্য ছিল বিভিন্ন ধরনের কাশ পিতলের অন্যান্য সামগ্রী। ছিল প্রণামী বাক্সের টাকা। শুক্রবার রাতের কোন এক সময় চোরের দল এই মন্দিরে হানা দেয়। মন্দিরের সামনের দরজা ভেঙ্গে সেখানে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায় নিশি কুটুম্বরা। শনিবার সকালে এই দৃশ্য প্রকাশে আসতেই স্থানীয় লোকেরা জড়ো হন মন্দির প্রাঙ্গনে।ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানান স্হানীয়রা।
খবর যায় আমতলী থানায়। খবর দেওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। পুলিশ সহ ফরেনসিক বিশেষজ্ঞদের দল ছুটে যান ঘটনাস্থলে। মন্দির সংলগ্ন এলাকায় খোজ খবর করে, নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এই ধরনের চুরির ঘটনায় স্থানীয় দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।