ধর্মনগরঃ
গোটা রাজ্যের সাথে বুধবার জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় উত্তর জেলা সদর ধর্মনগরের বিদ্যুৎ দপ্তরের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার নিকট।মূলত এদিন জেলা জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা কার্যালয় থেকে একটি সুবিশাল মিছিল করে বাবুর বাজার স্হীত বিদ্যুৎ দপ্তরের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার গোপেষ ঘোষের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।এই ডেপুটেশনে নেতৃত্ব দেন উত্তর জেলার কংগ্রেস দলের সভাপতি তথা আইনজীবী অজিত দাস,কংগ্রেস নেতা ইন্দ্রজিত পাল প্রমূখরা।রাজ্যে যেভাবে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে এই ডেপুটেশন। বিদ্যুৎ দপ্তর থেকে বিদ্যুৎ মাশুল বাড়ানোর কারণ হিসেবে বলা হয়েছে গ্যাসের দাম বৃদ্ধির ফলে বিদ্যুৎ মাশুল বাড়াতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।কিন্তু বাংলাদেশে যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে তাতে হিসাবে যথেষ্ট গরমিল রয়েছে বলে কংগ্রেস নেতৃত্বরা এদিন দাবি করেন। তাছাড়া বিদ্যুৎ চুরির ঘটনা এখনো রাজ্য সরকার সম্পূর্ণরূপে বন্ধ করতে পারেনি। সঠিক বিদ্যুৎ সরবরাহ করে বিদুৎ মাশুল বৃদ্ধি করা যায়। কিন্তু যেখানে এত গরমিল রয়েছে সেখানে রাজ্য সরকার কোনোভাবেই হঠাৎ করে এমন ভাবে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করতে পারে না।এর প্রতিবাদেই রাজ্যজুড়ে কংগ্রেস দলের এই ডেপুটেশন বলে জানান কংগ্রেস দলের জেলা নেতৃত্বরা।