অসমঃ বিএসএফের বাক্সে করে গাঁজা পাচার অবিশ্বাস্য ঠেকলেও এটাই সত্য।ত্রিপুরা থেকে গৌহাটি যাবার পথে অসম চুরাইবাড়ি পুলিশের হাতে আটক গাঁজা সমেত দুই পাচারকারী।সোমবার সকাল সাতটা নাগাদ ত্রিপুরা থেকে AS11EC-4166 নম্বরের একটি গাড়ি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম সীমান্তে পৌঁছতেই আগে থেকে গোপন সংবাদে উৎ পেতে থাকা অসম পুলিশ গাড়িটি আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিএসএফ লেখা বড় টিনের বাক্স থেকে চার প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ। চার প্যাকেটে মোট একান্ন কেজি গাঁজা মজুদ ছিল।যার কালোবাজারি মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা বলে জানা জানিয়েছে অসম পুলিশ। সাথে বহিঃ রাজ্যের দুই গাঁজা পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃতরা যথাক্রমে বদিউজ্জামান ও আনিসুর রহমান। ধৃতদের পুলিশ আটক করে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্তে নেমেছে।