বিশালগড়ঃ দেশের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে পয়লা অক্টোবর গোটা দেশব্যাপী এক ঘন্টার শ্রম দিবস পালন করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই আহ্বানে সাড়া দিয়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গোটা দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। একই ভাবে বিশালগড় মন্ডল কমিটির উদ্যোগেও রবিবার এই স্বচ্ছতা হিসেবে কর্মসূচির অঙ্গ হিসাবে শ্রমদান কর্মসূচি পালন করা হয়। মূলত বিশালগড় মোটর স্ট্যান্ডে এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশালগড়ের বিজেপি কার্যকর্তারা। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব সহ বিশালগড় মণ্ডলের সকল পদাধিকারী ও কর্মী সমর্থকরা। বিধায়ক সুশান্ত দেব খোদ ঝাড়ু হাতে এদিন এই স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন মূলত প্রধানমন্ত্রীর আহবানে এই কর্মসূচি গোটা দেশে চলছে এবং একই ভাবে বিশালগড় মন্ডলের উদ্যোগেও হচ্ছে এই কর্মসূচি। শুধু বিশালগড় মোটর স্ট্যান্ড নয় বিশালগড়ের প্রত্যেকটি বুথে বুথে দলীয় কার্যকর্তা এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।