চড়িলামঃ এক পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের দ্বারা শ্লীলতাহানির অভিযোগ ছয় বছরের শিশু কন্যার। জানা গেছে শুক্রবার চরিলাম বাজারের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসে শ্লীলতাহানির শিকার উক্ত শিশু কন্যা ও তার ঠাকুরমা। তবে শিশু কন্যাটি প্রাকৃতিক কাজের জন্য যেতে চাইলে প্রতিবেশী নিতাই দেবনাথ তাকে সঙ্গে করে নিয়ে নির্জন এলাকায় শ্লীলতাহানির চেষ্টা করে । পরে শিশুটি বাড়ি গিয়ে তার পরিবারের কাছে এই বিষয়ে বিস্তারিত জানায় বলে অভিযোগ। পরে শিশুকন্যার পিতা উত্তেজিত হয়ে অভিযুক্ত নিতাই দেবনাথের বিরুদ্ধে চড়াও হয় এবং তাকে আক্রমণ করে বলেও অভিযোগ। এরই প্রতিবাদে অভিযুক্ত নিতাই দেবনাথের ছেলে প্রণয় দেবনাথ শনিবার সন্ধ্যায় উক্ত শিশুকন্যার বাড়িতে আক্রমণ করে ভাঙচুর করে বলে অভিযোগ।
পরে বাধ্য হয়ে উক্ত শিশু কন্যার পরিবার শনিবার রাতে বিশালগড় থানা এবং মহিলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। পাশাপাশি তদন্তক্রমে উক্ত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।