Home অপরাধ দিল্লি যাওয়ার পথে বিশালগড়ে আটক এক বাংলাদেশী

দিল্লি যাওয়ার পথে বিশালগড়ে আটক এক বাংলাদেশী

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ ভুয়া আঁধার কার্ড সহ দিল্লি যাওয়ার পথে বিশালগড়ে আটক এক বাংলাদেশী যুবক। বক্সনগর সীমান্ত দিয়ে আজ ভারতে আসে রফিকুল ইসলাম নামের এই বাংলাদেশী। বিশালগড় নিচের বাজারের ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে সে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। অবৈধ ভাবে বক্সনগরের আন্তর্জাতিক অবৈধ পাচারকারি আনোয়ারের হাত ধরে রাজ্যে প্রবেশ করে সে। কথা ছিল রেলে করে দিল্লি যাওয়ার। সেই মোতাবেক টিকিটও কাটা আছে। কিন্তু মাঝ পথে বিশালগড়ে ধরা পড়ে সে। জানা গেছে তার বাড়ি বাংলাদেশের মাদারিপুর জেলায়। তার কাছ থেকে পুলিশ একটি ভুয়া আঁধার উদ্ধার করেছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

You may also like