উদয়পুরঃ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ড নিজাম মিঞা নামে এক যুবকের। জানা গেছে ২০২১ সালে হিরাপুর এলাকার বিবাহিত অভিযুক্ত নিজাম মিয়া নাম ওই এলাকারই এক নাবালিকা কন্যাকে মেরে ফেলার হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করে, যার ফলে সে নাবালিকাটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। নাবালিকার মা-বাবা না থাকার সুবাদে মেয়েটির বড় ভাই এই বিষয়ে নাবালিকাকে জিজ্ঞেস করলে নাবালিকা সব সত্য কথা বলে দেয়, এরপরই নাবালিকা মেয়ের ভাই আর কে পুর মহিলা থানায় একটি মামলা দায়ের করে অভিযুক্ত নিজাম মিয়ার বিরুদ্ধে। মামলা হাতে পেয়ে আর কেপুর মহিলা থানার তৎকালীন সাব ইন্সপেক্টর সুমিত্রা কপালী তদন্ত শুরু করে। এবং অভিযুক্ত নিজের মিয়াকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন উদয়পুরের বিশেষ আদালতে চলছিল এই বিচার প্রক্রিয়া, অবশেষে শনিবার ১৯ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর উপযুক্তকে ২০ বছরের সাজা ঘোষণা করে।