সাব্রুমঃ
সাব্রুম ফুটবল অ্যাসোসিয়েশন এবং ৪০ সাব্রুম মন্ডলের যুব মোর্চার উদ্যোগে, সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে, সুকান্ত স্মৃতি প্রাইস মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যাচে অংশগ্রহণ করেন গতবছরের রানার্স টিম সাব্রুম শহরের বিন্দাস ভয়েস VS রয়েল ভয়েস। আজ বিকেল চার ঘটিকার সময় এই ফুটবল ম্যাচ শুরু থেকেই মাঠে চতুর্পাশে কানায় কানায় ভর্তি ফুটবলপ্রেমিরা।ম্যাচ শুরু থেকেই দুইদলের পক্ষ থেকে টানটান উত্তেজনা শুরু থেকেই দেখা গেল। ফুটবল ম্যাচ শুরুর ঠিক প্রথমদিকে রয়েল ভয়েসের দলের পক্ষ প্রথমে একটি গোল করেন। এরপর থেকে আবার শুরু হয় টানটান উত্তেজনা। খেলার দ্বিতীয়ার্ধে বিন্দাস ভয়েসের পক্ষ একটি গোল হয়। খেলার দুই দলের মধ্যে একেবারে শেষের দিকে বিন্দাস ভয়েসের ১৭ নাম্বার জার্সির খেলোয়ার প্রেমা রায় মাঠের রেফারি অভিজিৎ দাস প্রথমে ঐ খেলয়ারকে হলুদ কার্ড দেখায়, ঐ ১৭ নাম্বার র্জাশ্রীর খেলয়ার প্রেমা রায়কে মুহূর্তের মধ্যে তীব্র আকারে উত্তেজিত হয়ে রেফারি অভিজিৎ দাসের মারধোর করেন। এরপর অবশেষে রেফারি প্রেমা রায়কে লালকার্ড দেখায়। এই ঘটনার পর থেকে মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। শেষে দুই দলের মধ্যে পেনাল্টি শুটের মাধ্যমে জয়লাভ করেন রয়েল ভয়েস।