ঝেরঝেরিঃ
অবৈধ ভাবে 409 একটি গাড়ি অসম থেকে ত্রিপুরায় প্রবেশ ঘিরে তিব্র উত্তেজনা ছড়ায় ত্রিপুরা অসম উভয় সীমান্তের ঝেরঝেরি ও কাঁঠালতলীতে।আক্রান্ত অসম পুলিশ সহ অসমের সাংবাদিক। উল্লেখ্য,বিকল্প জাতীয় সড়ক ত্রিপুরা অসম সীমান্তের উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ঝেরঝেরি গেইট দিয়ে কোনও ধরনের মালবাহী গাড়ি পারাপার সম্পূর্ণ রুপে বন্ধ।সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শুধু মাত্র যাত্রীবাহী গাড়ি চলাচল হয়।কিন্তু শুক্রবার (গতকাল) গভীর রাতে একটি 409 গাড়ি ঝেরঝেরী গেইট ভেঙে অসম থেকে ত্রিপুরায় প্রবেশ করে।এবিষয়ে উভয় রাজ্যের সাংবাদিকরা ঝেরঝেরী সীমান্ত এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে কর্তব্যরত অমের দুজন সাংবাদিকের উপর আক্রমন চালায় ঝেরঝেরি এলাকার কুখ্যাত অবৈধ পাচারকারী বদরুল হক নামের এক ব্যক্তি বলে অভিযোগ।এমনকী সাংবাদিকের ক্যামেরা ও ভূম কেড়ে নেওয়ার চেষ্টা করে।পরবর্তীতে ঘটনার খবর পেয়ে অসমের কাঁঠালতলী পুলিশ ফাড়ির ইনচার্জ সহ অপর এক পুলিশ ত্রিপুরার ঝেরঝেরীতে এসে বিষয়টি জানার চেষ্টা করলে ঐ পাচারকারীর নেতৃত্বে অসম পুলিশের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। তারপর উত্তপ্ত হয়ে উঠে উভয় সীমান্ত।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক। অপরদিকে ছুটে আসেন করিমগঞ্জ জেলার ডি এস পি সহ পুলিশের শীর্ষ অধিকারীকরা। এদিকে উত্তেজিত অসম সীমান্তের জনগণ অসম পুলিশের উপর আক্রমনের প্রতিবাদে বিকল্প জাতীয় সড়কের কাঁঠালতলী এলাকায় পথ অবরোধ করে বসেন।যদিও দুপুর দেড়টা নাগাদ অসম পুলিশের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার করা হয়।বর্তমানে উভয় সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে উভয় রাজ্যের বিশাল পুলিশ।