সোনামুড়াঃ রাখির পবিত্র দিনে কলঙ্কিত হল ভাই বোনের সম্পর্ক। কাকাতো ভাইয়ের লালসার শিকার ৮ বছরের বোন। আরও এক নেক্কারজনক ঘটনায় লজ্জিত হল সভ্যতা। সামাজিক অবক্ষয়ের চরম পর্যায়ে ১৫ বছরের নাবালক কর্তৃক ধর্ষনের শিকার ৮ বছরের শিশুকন্যা। ঘটনা সোনামুড়ার এক গ্রামে। অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছে কাকিমা। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ধর্ষিতা শিশু কন্যাটির মা জনিয়েছেন মঙ্গলবার দুপুরে মাতা পিতার অনুপস্থিতিতে ৮ বছরের শিশু কন্যাটি ঘরে বসে তার ছোট ভাইকে নিয়ে খেলছিল। একই বাড়ির ১৫ বছর বয়সী নবম শ্রেণীতে পড়ুয়া কাকাতো ভাই তাকে পেয়ারা দেবার নাম করে তার ঘরে ডেকে নিয়ে যায়। অভিযোগ তখনই শিশুকন্যাটিকে জোরপূর্বক ধর্ষণ করে সেই নাবালক।
বিকালে শিশুটির মা বাড়ি ফিরলে শিশুটির ছোট ভাই এবং অপর এক আত্মীয় ঘটনা প্রত্যক্ষ করে তাকে জানায়। পেশায় কৃষক শিশুটির বাবা বাড়িতে না থাকায় বুধবার সোনামুড়া থানায় এসে অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে মামলা করে নির্যাতিতা শিশুটির মা। রাখি বন্ধনের এই পবিত্র দিনে ভাই কর্তৃক নাবালিকা বোনের ধর্ষনের ঘটনায় ছি ছি রব উঠে গোটা মহকুমা জুড়ে।