
কুমারঘাটঃ অসুস্থ নাতিনকে নিয়ে রাজধানীর বেসরকারি হাসপাতালে দিদিমা। সেই সূযোগে দিদিমার খালি ঘরে হাত সাফ করল চোরের দল। ঘটনা কুমারঘাট পুরপরিষদের তিন নং ওয়ার্ডের আশ্রমপল্লীগ্রাম এলাকার স্থানীয় বাসিন্দা কল্যাণী পালের বাড়িতে। চোরেরা কল্যাণী পালের বাড়ির পাচখানা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বহু মুল্যবান জিনিষ চুরি করে। সোমবার সকালে কল্যাণী পালের ভাই মৃন্ময় পাল, যিনি একই এলাকায় থাকন, ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশে খবর পাঠান। তবে নেশার রমরমা এর চুরি, কোনটিতেই লাগাম টানতে ব্যর্থ ত্রিপুরা পুলিশ। দুঃসাহসিক এই চুরির ঘটনায় কুমারঘাটের আশ্রমপল্লি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে।
